‘ফ্যাসিবাদী শাসনমুক্ত প্রথম ঈদুল আজহার শুভেচ্ছা’
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৫, ১০:২১ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের দুই মেয়াদের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটবাসীকে ফ্যাসিবাদী শাসনমুক্ত প্রথম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি সিলেটবাসীকে ঈদ শুভেচ্ছা জানান।
তিনি বলেন, পবিত্র ঈদুল আজহায় যারা পবিত্র হজব্রত পালন করছেন, তাদের জন্য শুভকামনা থাকল। যারা পশু কোরবানি দেবেন, তাদের পবিত্র মনোবাসনা ও কোরবানি কবুল হোক-এই কামনা করছি। সমাগত ঈদুল আজহার আনন্দ ছড়িয়ে দিতে সবাই সর্বাত্মক সচেতন থাকি। অসহায় ও গরিব মানুষজনের পাশে থেকে আনন্দ ভাগাভাগি করি। বছল ঘুরে প্রতিটি ঈদ আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।
ফ্যাসিবাদী শাসনমুক্ত অবস্থায় প্রথম কোরবানি ঈদ হচ্ছে জানিয়ে আরিফুল হক চৌধুরী আরও বলেন, দীর্ঘ ১৬ বছর পর ফ্যাসিবাদমুক্ত ঈদুল আজহা উদযাপন করছেন দেশবাসী। এজন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। পাশাপাশি ফ্যাসিবাদী শাসন মুক্তির আন্দোলন-সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং দেশবাসীকে আহতদের পাশে দাঁড়ানোর আহবান জানাই।
আরিফুল হক চৌধুরী বলেন, ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা।
সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সেই কামনা করছি। কোরবানির পশুর বর্জ্য অপসারণে সচেতন হোন৷
ঈদ মোবারক।