নতুন ফল খাওয়ার সময় রাসুল (সা.) যে দোয়া পড়তেন
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
ফল-ফলাদি আল্লাহর নিদর্শন। তা আস্বাদনের মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা মুমিনের কর্তব্য। মহান আল্লাহ বলেন, ‘মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ করুক। আমি তো অঝর ধারায় বৃষ্টি বর্ষণ করেছি।
অতঃপর মাটিকে বিদীর্ণ করেছি। আর তাতে উৎপন্ন করেছি শস্যাদি, আঙুর, শাক-সবজি, জলপাই, খেজুর, বহু বৃক্ষবিশিষ্ট বাগান, ফল-ফলাদি ও ঘাস…।’ (সুরা : আবাসা, আয়াত : ২৪-৩২)
আমাদের দেশে জ্যৈষ্ঠ-আষাঢ় মাস দেশি ফলের মৌসুম হিসেবে পরিচিত। এ সময়ে আম, লিচু, কাঁঠাল, আনারস, তরমুজসহ বিভিন্ন দেশি সুস্বাদু ফল পাওয়া যায়।
মৌসুমের নতুন আহারের সময় একটি দোয়া পড়া সুন্নত। তা হলো-
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا ، وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا ، وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا ، اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ ، وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ ، وَإِنَّهُ دَعَاكَ لِمَكَّةَ، وَإِنِّي أَدْعُوكَ لِلْمَدِينَةِ , بِمِثْلِ مَا دَعَاكَ بِهِ لِمَكَّةَ وَمِثْلِهِ مَعَهُ
উচ্চারণ : আল্ল-হুম্মা বা-রিক লানা ফি সামারিনা, ওয়া বা-রিক্ব লানা- ফি মাদিনাতিনা; ওয়া বা-রিক লানা ফি স্বা-ইনা, ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। আল্লা-হুম্মা ইন্না ইবরাহিমা আবদুকা ওয়া খালিলুকা ওয়া নবিয়্যুকা; ওয়া ইন্নি আবদুকা ওয়া নবিয়্যুকা, ওয়া ইন্নাহু দাআ-কা লিমাক্কাহ, ওয়া ইন্নি আদউকা লিলমাদিনাতি বিমিছলি মা- দাআ-কা বিহি লিমাক্কাতা ওয়া মিছলিহি মাআহু।
অর্থ : হে আল্লাহ! আমাদের ফলগুলোতে আমাদের জন্য বরকত দাও, আমাদের শহরে আমাদের জন্য বরকত দাও, আমাদের জন্য আমাদের ‘সা’ এবং আমাদের ‘মুদ্দে’ (পরিমাপ যন্ত্রে) বরকত দাও।
হে আল্লাহ! নিশ্চয় ইবরাহিম (আ.) তোমার বান্দা, তোমার বন্ধু এবং তোমার নবী। আর আমিও তোমার বান্দা ও তোমার নবী। তিনি (ইবরাহিম) তো তোমার কাছে মক্কার জন্য দোয়া করেছিলেন; আর আমি তার মতো মদিনার জন্য তোমার কাছে দোয়া করছি এবং এর সঙ্গে আরও সমপরিমাণ দোয়া করছি।
হাদিস :
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ: كَانَ النَّاسُ إِذَا رَأَوْا أَوَّلَ الثمَرِ جَاؤُوا بِهِ إِلَى النَّبِي – صلى الله عليه وسلم – فَإِذَا أَخَذَهُ رَسُولُ اللهِ – صلى الله عليه وسلم – قَالَ: «اللهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا، وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا، وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا، وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا، اللهُمَّ إِن إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ، وَإِني عَبْدُكَ وَنَبِيُّكَ، وَإِنَّهُ دَعَاكَ لِمَكةَ، وَإِني أَدْعُوكَ لِلْمَدِينَةِ، بِمِثْلِ مَا دَعَاكَ لِمَكةَ، وَمِثْلِهِ مَعَهُ»، قَالَ: ثُمَّ يَدْعُو أَصْغَرَ وَلِيدٍ لَهُ فَيُعْطِيهِ ذَلِكَ الثمَرَ، رواه مسلم.
অর্থ : আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, মানুষ মৌসুমের প্রথম ফল দেখলে তা নিয়ে রাসুল (সা.)-এর আসতেন। আর রাসুল (সা.) তা নিয়ে উল্লিখিত দোয়াটি পড়তেন।
অতঃপর রাসুল সবচেয়ে ছোট কাউকে ডেকে ওই ফল দিতেন। (মুসলিম, হাদিস : ১৩৭৩)