ওসমানীনগরের বড় হাজীপুর পূর্ব পাড়া জামে মসজিদে ঈমাম আবশ্যক
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৪:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
সিলেটের ওসমানীনগরের বড় হাজীপুর পূর্ব পাড়া জামে মসজিদে একজন ঈমাম আবশ্যক।
মুহাদ্দিস, মুফতি, মুফাচ্ছির টাইটেল প্রাপ্ত সিলেট এলাকার তথা বালাগঞ্জ, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ এর ইমাম অগ্রাধিকার পাবেন। বয়স কমপক্ষে ৫০ এর উর্ধে হতে হবে। এছাড়া নিম্নে ৮/১০ বৎসর ইমামতির অভিজ্ঞতা থাকতে হবে।
বিঃদ্রঃ মসজিদের ঈমামের চলতি বেতন মাসে তেরো হাজার টাকা।
যা যা লাগবেঃ
১. সিভি (পরিচয় পত্র)
২. আইডি কার্ড এর ফটো কপি
৩. দাওরায় হাদিস সনদপত্র
যোগাযোগঃ-
মোস্তাফিজুর রহমান পিন্টু
+8801715274840
ফয়জুর রহমান
+8801717795361
মাওঃ মুফতি আব্দুল বাতিন বিজু
+8801717567142