ওসমানীনগরে অবাধে পোনামাছ নিধন, দেশীয় প্রজাতি মাছ বিলুপ্তির আশঙ্কা
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ
জুবেল আহমদ, ওসমানীনগর:
মৎস্য আইন ভঙ্গ করে সিলেটের ওসমানীনগরে প্রশাসনে নাকের ডগায় অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনামাছ। উপজেলার বিভিন্ন হাওরের খাল-বিল, নদী-নালা থেকে এসব পোনা মাছ ধরে এনে স্থানীয় বাজারগুলোতে বিক্রি করছেন কিছু অসাধু মৎস্য ব্যবসায়ীরা। এতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্তি হতে পারে বলে মনে করেছেন অনেকেই।
উপজেলার বিভিন্ন হাওর ও বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন খালের উৎস মুখ, ডোবায় পানি প্রবেশ ও বের হবার পথে নানা জাতের জাল পেতে পোনা মাছ ধরা হচ্ছে। হাওরগুলোতে প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ছোট-বড় শতাধিক অবৈধ বেড় জাল ও কাপড়ি জাল দিয়ে বড় মাছের সাথে পোনা মাছও ধরা হয়। হাওরের এ মাছ গুলো স্থানীয় গোয়ালাবাজার, তাজপুর বাজার,দয়ামীর বাজারসহ বিভিন্ন স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে।
উপজেলার তাজপুর বাজারে মাছ কিনতে আসা বাবলু মিয়া বলেন, প্রশাসনের চোখের সামনে এমন কাজ চলতে থাকলেও কোন প্রতিকার না থাকায় এসব অপরাধ প্রবণতা বেড়ে চলেছে। অপরদিকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। তাই দ্রুত এসব অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।
পোনামাছ নিধন নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ, তারপরেও কেন এ কাজ করছেন- এমন প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মৎস্যজীবী বলেন, হাওরে নতুন পানি এসেছে। বড় মাছ বেশ নাই, তাই তারা ছোট মাছ ধরেন। জালে চাপিলা, মলা, কেছকি, টাকি মাছের পোনা, কই মাছের পোনা বেশি আসে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পেট চালাতে এ কাজ করতে বাধ্য হচ্ছি। তাছাড়া এখন বিকল্প কোন কাজ নেই।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাসরুপা তাছলিম বলেন, এ বিষয়ে স্থানীয় বাজার গুলোতে অভিযান চালানো হবে।