ভারতীয় সীমান্তে ফের এলইডি লাইট-ক্যামেরা সেন্সর, সুনামগঞ্জের সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ১:০১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
বাংলাদেশ-ভারত সুনামগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নতুন করে এলইডি লাইট ক্যামেরা সেন্সর স্থাপন করেছে।
পাকিস্তান-ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা হামলা পালটা হামলার প্রভাব পরিলক্ষিত হওয়ায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের ২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবির দিবারাত্রি টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন ২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জ অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির।
রোববার রাতে সুনামগঞ্জ সীমান্ত জনপদে বসবাসরত বাসিন্দারা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জনবল বৃদ্ধির পাশাপাশি পূর্বে যেখানে বৈদ্যুতিক পোস্টে বাংলাদেশমুখী লাল হ্যালোজিন লাইট ব্যবহার করছিল; সেখানে গত দুই দিন আগে তাদের প্রতিটি বৈদ্যুতিক পোস্টে নতুন করে এলইডি লাইট ক্যামেরা সেন্সর স্থাপন করেছে।
২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জ অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জ সীমান্তে পুশব্যাক, সীমান্ত সুরক্ষা, যেকোনো ধরনের চোরাচালানসহ সীমান্ত অপরাধ অপতৎপরতা প্রতিরোধে বিজিবি প্রশাসনিক জনবল হতে অপারেশনাল জনবল বৃদ্ধি করে দিবারাত্রি সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছে।