কোম্পানীগঞ্জে ভুল চিকিৎসায় প্রবাসীর মৃত্যুর অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে ভুল ইনজেকশনে শাহরিয়ার মাহমুদ আবির (৩০) নামে এক প্রবাসী যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল বন্ধ ও চিকিৎসকের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। শুক্রবার রাত ১১টায় স্থানীয় ও স্বজনেরা উপজেলার বসুরহাট বাজারে পৌর এলাকা বিক্ষোভ মিছিল শেষে হাসপাতালের সামনে, হাসপাতাল বন্ধের দাবিতে ও চিকিৎসকের গ্রেপ্তারের দাবিতে অবস্থান করে। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। পরে সেনাবাহিনী ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত শাহরিয়ার উপজেলার বসুরহাট পৌরসভার সানাউল্যাহ বাহারের ছেলে ও দীর্ঘদিন প্রবাসে ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে শাহরিয়ারের পেটে ব্যথা, জ্বর অনুভব করলে এবং ডায়রিয়া শুরু হলে তাকে বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক ইনজেকশন পুশ করলে তার অবস্থার অবনতি ঘটলে ফেনী একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। এরপর আরও অবনতি হলে ঢাকার বারডেম হাসপাতালে আইসিইউতে নেয়া হয়। পরে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই ইমতিয়াজ মাহমুদ ইমন জানান, গত বৃহস্পতিবার ১০ই এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে সে প্রবাস থেকে বাড়িতে আসেন। পরে তার ডায়রিয়া, জ্বর ও পেটে ব্যথা দেখা দিলে বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়। পরে ডিউটিরত ডাক্তার বেলায়েত হোসেন মামুন তার শরীরে একটি ইনজেকশন পুশ করে। এতে তার চোখ-মুখ লাল হয়ে শরীরে জ্বালাপোড়া শুরু হয় এবং পেশার কমে যায়। পরে তার হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলে। এরপর তাকে ফেনীর জেড ইউ হসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকার বারডেম হাসপাতালে নেয়া হলে শুক্রবার বিকালে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, নিহতের স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ করেছে। তবে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।