বাংলাদেশী আমেরিকান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ণ
মিশিগান প্রতিনিধি :
যুক্তরাষ্ট্রের মিশিগানে কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশী আমেরিকান ফোরামের ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যায় রাজ্যের ওয়ারেন সিটির বিসমিল্লাহ রেস্টুরেন্টে ঈদের এমন আয়োজন অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি সাহেদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হামিদ খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান ডেমোক্র্যাট পার্টির ভাইস চেয়ারম্যান ডঃ শাহিন হাসান, বিশেষ অতিথি ছিলেন আল ফালাহ মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ আজম, এম আই বি এ ডি সি এর সভাপতি মোঃ বাহার, ইসলামিক সেন্টার অফ ওয়ারেনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ আমেরিকান ফোরামের সাবেক সভাপতি ওলিউর রহমান, সাবেক রাজনীতিবিদ মাওলানা সোহেল আহমদ, ওয়ারেন সিটির কমিশনার ফয়সাল আহমদ।
এছাড়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগানের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ঈদের আনন্দঘন এমন আয়োজনে বক্তারা গাজায় মুসলমানদের উপর ইসরাইলি বাহিনীর বর্বর নির্যাতনের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এ সময় তারা বর্তমান ট্রাম্প প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানান। একই সাথে বাংলাদেশী আমেরিকান কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার গুরুত্ব আরোপ করেন।
রেনেসাঁ কালচারাল গ্রুপের মনোজ্ঞ নাশিদ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।