হাসিনা-রেহানাসহ প্রভাবশালীদের বিচার শুরু শিগগিরই
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার আসামি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যরা। অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দায়ের করা এসব মামলার আসামির তালিকায় রয়েছেন তার আমলের বহু এমপি-মন্ত্রীসহ পুলিশ কর্মকর্তা এবং আমলাও। এরই মধ্যে অভিযোগপত্রও দায়ের করা হয়েছে। তদন্তকালে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির একাধিক সূত্র জানিয়েছে, শিগগিরই বিচার প্রক্রিয়া শুরু হবে হাসিনা- রেহানাসহ শতাধিক ব্যক্তির।
দুদক জানায়, গত মাসেই সংস্থাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলায় অভিযোগপত্র দাখিল করেছে। আদালত গ্রহণ করলেই সবার আগে বিচার শুরু হবে এই পরিবারের সদস্যদের। এ ছাড়া অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে দুদকের তালিকায়। যেগুলো আদালতে যাওয়া মাত্রই দ্রুত বিচার শুরু হবে।
এক দুদক কর্মকর্তা মানবজমিনকে বলেন, তদন্তকালে অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। সে হিসেবে তা আদালতে দাখিল করা হয়েছে। বিচারিক প্রক্রিয়ার শুরুর ধাপেই রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২৩ আসামি।
শেখ হাসিনা পরিবারের সঙ্গে আরও অন্তত অর্ধশতাধিক মন্ত্রী-এমপি এবং তাদের পরিবারের সদস্য, পুলিশ সদস্য, আমলা, ব্যাংকারসহ শতাধিক প্রভাবশালী ব্যক্তি বিচারের আওতায় আসছেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
দুদক সূত্র জানায়, গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৫০ জনেরও বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং ১২ জন এমপি এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে। এসব মামলার তদন্ত শেষ পর্যায়ে। তদন্ত কর্মকর্তারা বলছেন- শিগগিরই চার্জশিট দেয়া হবে। আদালতে তা দাখিলের পর বিচারিক কার্যক্রম শুরু হবে।
দুদকের তদন্ত সূত্র বলছে, আসামিদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে তারা প্রত্যেকে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন।
এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম মানবজমিনকে বলেন, মামলার চার্জশিট কমিশন কর্তৃক অনুমোদন দেয়া নিয়মিত প্রক্রিয়া। এখন পর্যন্ত যেসব মামলার চার্জশিট হয়েছে তার সবক’টি নিয়ম অনুযায়ী আদালতে বিচার কার্যক্রমের অপেক্ষায় আছে।
দুদক সূত্রে জানা গেছে, সংস্থাটির দায়ের করা মামলায় বিচার কার্যক্রম শুরুর ধাপে সবার আগে থাকছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার মেয়ে ও বৃটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক, আরেক মেয়ে আজমিনা সিদ্দিক। এ ছাড়া চার্জশিট দেয়া সাপেক্ষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক গৃহায়ন ও গণপূর্ত এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম প্রমুখ এই তালিকায় আছেন।