৫ কোটি টাকার হেরোইনসহ রাজশাহীতে ধরা সিলেটের তাহমিনা
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ১০:৫০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
রাজশাহী থেকে হেরোইনের চালান আনতে গিয়ে গ্রেফতার হয়েছেন সিলেটের তাহমিনা বেগম মিনু। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন রাজশাহীর গোদাগাড়ির নাজমা বেগমও। তাদের কাছ থেকে ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি হেরোইন উদ্ধারের পর জব্দ করা হয়েছে।
গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ গাঙোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তাহমিনা বেগম মিনু সিলেটের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী এবং অপর হেরোইন ব্যবসায়ী নাজমা বেগম রাজশাহীর গোদাগাড়ির সুলতানগঞ্জ এলাকার আবুল কাশেমের স্ত্রী।
গ্রেফতারকৃতরা পুলিশকে জানান, তাহমিনা বেগম মৌলভীবাজার থেকে হেরোইন সংগ্রহ করতে গোদাগাড়ীতে গিয়েছিলেন। এ সময় নাজমা বেগম তার কাছে মাদক হস্তান্তর করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের হাতেনাতে গ্রেফতার করে।