মিশিগানে ইসলামিক সংগঠন ইহদিনার যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২:১৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, মিশিগান:
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে ইসলামিক হেল্পিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অফ নর্থ আমেরিকা নামের এক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে হ্যামট্রামেক সিটির গেইট অব কলম্বাসে রবিবার বিকালে অনুষ্ঠিত হয় নতুন সংগঠন ইহদিনার অভিষেক ও রমজানের প্রস্তুতি বিষয়ক অনুষ্ঠান।
আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও কমিউনিটির প্রায় তিন শতাধিক মানুষের উপস্থিতিতে ইহদিনার অনুষ্ঠানটি হয়ে উঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানে ইহদিনার নির্বাহী সদস্য মুফতি হাফিজ রিয়াদুল হুদা ও মাওলানা হাফিজ আহমদ কাসিম ইহদিনার লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিত তুলে ধরেন। কমিউনিটির এমন অংশগ্রহণে কৃতজ্ঞতা প্রকাশ করেন নতুন সংগঠনের নেতৃবৃন্দ।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা হাফিজ আসাদ উদ্দিন, হযরত মাওলানা শাহজাহান, ইমাম ও খতীব মুস্তাফা আলতার্ক, মাওলানা আব্দুল লতীফ আজম, মিশিগানের প্রবীণ ব্যক্তিত্ব সৈয়দ ইকবাল হোসেন চৌধুরি বকুল, হযরত মাওলানা তাজউদ্দীন, হযরত মাওলানা কুতুবুজ্জামান তফাদার, হাফিজ মুফতি তাজিম খান , হাফিজ ক্বারী ফখরুল ইসলাম, হাফিজ ফখরুল ইসলাম, মাওলানা দিলওয়ার, মাওলানা আব্দুল বাসেত, মাওলানা জাবেদ আহমদ, মাওলানা শাহেদ নিজাম, মাওলানা বরকতুল্লাহ আশরাফ, হাফিজ মিনহাজ, কাউন্সিলম্যান কামরুল হাসান, রাজনৈতিক ব্যক্তিত্ব সেলিম আহমদ, মোশারফ হোসেন লিটু, মুহিবুর রহমান খোকন, মাসুদ খান, সাবেক কাউন্সিলম্যান নাঈম লিয়ন চৌধুরী, শাহাদত হুসাইন মিন্টু, কমিউনিটি একটিভিস্ট মইনুল হক, গিয়াস তালুকদার, রাব্বানী তালুকদার, দেলোয়ার আনসার, মামুন খাঁন, মনজুরুল করিম তুহিন, রায়হান মিয়া চৌধুরীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, আলেম-ওলামা, সমাজসেবক ও যুবসমাজের নেতারা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ ইহদিনার এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সংগঠনের যেকোনো কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন। ইহদিনা ‘ইসলামিক হেল্পিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অফ নর্থ আমেরিকা’ একটি মানবকল্যাণমুখী, অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। আয়োজকরা জানান এটি ইসলামের মহান ঐতিহ্য হিলফুল ফুযুল-এর আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠিত করা হয়েছে। সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মানবতার সেবা, সামাজিক উন্নয়ন, সুস্থ সংস্কৃতি এবং নৈতিক মূল্যবোধের প্রসার ঘটানো।