ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আনোয়ারুজ্জামানের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনুসের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) রোম সংবিধির ১৫ অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগটি দায়ের করেন সিলেটের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
মামলার আবেদনে তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী, বাংলাদেশের বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং বাংলাদেশের পুলিশ বাহিনীর উপর নির্মম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে।
এ ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতে সমস্ত তথ্য-প্রমাণ দাখিল করেছেন বলে জানান আনোয়ারুজ্জামান। এজাহারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ মোট ৬২ জনের বিরুদ্ধে দুইটি অভিযোগ দাখিল করা হয়।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ছাড়াও এই ৬২ জন অভিযুক্তের মধ্যে রয়েছেন আসিফ নজরুল, লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্রিগেডিয়ার (অব) শাখাওয়াত হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টা এবং এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান, হাসিব আল ইসলাম, আবু বকর মজুমদার প্রমুখ।
অভিযোগপত্রের সাথে প্রায় ৮০০ পৃষ্ঠার তথ্য-নথি-পত্র যুক্ত করা হয়।
আন্তর্জাতিক অপরাধ আদালতে দাখিলকৃত এই অভিযোগের মধ্যে দিয়ে সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীই প্রথম ব্যক্তি হিসেবে এই ধরনের অভিযোগ দায়ের করলেন।
অভিযোগ দায়ের পর লন্ডনে সংবাদ সম্মেলন করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। লন্ডনের লা ভ্যালি সলিসিটর চেম্বারে সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার নিঝুম মজুমদার, ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু প্রমুখ।