সিলেটে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৬:১০ অপরাহ্ণ
সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ছেলের সামনে বাবাকে নিজ বাড়িতে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধলিবিল দক্ষিণ নয়াগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। মূল অভিযুক্ত সুলতান আহমদকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহার করা রাম দাও উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা বলেন, নয়াগাঁও গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে ফয়জুল হোসেনকে (৬৮) চাচাতো ভাই সুলতান এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। ঘটনার পর ঘাতক সুলতান হত্যার কথা এলাকাবাসী ও থানা পুলিশের সামনে স্বীকার করেন।
স্থানীয়রা জানায়, ফয়জুল তার ছেলে আলী রাজাসহ নিজ ঘরেই ছিলেন। সুলতান ধারালো রাম দা নিয়ে তাদের ওপর আক্রমণ করেন। আলী ভয়ে সরে পড়েন। সুলতান ফয়জুলকে হত্যা করে নিজের ঘরে আশ্রয় নেন। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। ওসি আওয়াল বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হচ্ছে।