সিলেটে ফুটফুটে শিশু মুনতাহাকে দুই কারণে হত্যা, আশঙ্কা বাবার
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৮:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
মাত্র পাঁচ বছরের ফুটফুটে শিশু মুনতাহা আক্তার জেরিন। সারাক্ষণ বাড়ির সবাইকে মাতিয়ে রাখতো। বাবা-মা সবার প্রাণ ছিল ছোট্ট মুনতাহা। অবুঝ এ শিশুটি পৃথিবীতে ফুটে ওঠার আগেই নরপিশাচরা নির্মমভাবে হত্যা করেছে। ফুলের মতো শিশুটি হারিয়ে বাগরুদ্ধ মা-বাবা। স্তব্ধ পুরো সিলেট তথা দেশ।
কিন্তু কী কারণে মুনতাহাকে হত্যা করা হয়েছে তা বলতে পারছেন না কেউই। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে হত্যার কারণ বলছে না। মুনতাহার বাবা-মাও জানেন না কেন তার মেয়েকে হত্যা করা হয়েছে।
তবে দুটি কারণে হত্যা করতে পারে বলে আশংকার কথা জানিয়েছেন মুনতাহার বাবা শামীম আহমদ।
সাংবাদিকদের তিনি বলেন, ঘাতক শামীমা বেগম মার্জিয়া চরিত্রহীন ছিল। বিভিন্ন স্থানে যাওয়ার সময় মুনতাহাকে সঙ্গে নিতো। খারাপ প্রকৃতির হওয়ায় তিনি তাকে মানা করেছেন। অন্য কারণ হলো- মুনতাহার গৃহশিক্ষক ছিল মার্জিয়া। চারিত্রিক সমস্যার কারণে তিনি তাকে শিক্ষকতা থেকে বাদ দেন।
এ দুই কারণ ছাড়া মার্জিয়াদের সঙ্গে অন্য কোনো বিরোধ মনে করতে পারছেন না মুনতাহার বাবা। মুনতাহার বাবার এই সন্দেহের সঙ্গে পুলিশের সন্দেহেও মিল রয়েছে।
পুলিশ ধারণা করছে গৃহশিক্ষক থেকে বাদ দিয়ে দেওয়ায় আক্রোশ থেকে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে।
রোববার (১০ নভেম্বর) সকালে মুনতাহার ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের সঙ্গে আসেন মুনতাহার চাচা কয়ছর আহমদ।