মার্কিন নির্বাচন : মিশিগান বাংলাদেশি-আমেরিকান ককাসের নানা কর্মসূচি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মিশিগান বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটিক ককাসের (এমআই-বিএডিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৫ নভেম্বর আমেরিকার নির্বাচনকে ঘিরে গত রোববার দুপুরে ওয়ারেন শহরের আলিফ রেস্টুরেন্টে এক সভায় মিলিত হন বিএডিসি নেতারা। সভায় এক্সিকিউটিভ কমিটির নেতৃবৃন্দ, বোর্ড অব স্টাস্টিসহ বিভিন্ন কনগ্রেশনাল ডিস্ট্রিকের নেতারা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন এমআইবিএডিসির প্রতিষ্ঠাতা ও মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান ড.শাহীন হাসান।
বিএডিসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাদেকুর রহমান সুমনের সভাপতিত্বে ও সেক্রেটারি কাউসার মাশকুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন হ্যামট্রামিক সিটির কাউসিলর মুহিত মাহমুদ, সাবেক কাউন্সিলর নাঈম চৌধুরী। আরও বক্তব্যে রাখেন জুবেরুল চৌধুরী খোকন,আরিফ মাহমুদ,খাজা শাহাব আহমেদ, ফয়সল আহমদ, আজিজ চৌধুরী, রেজাউল চৌধুরী, বকুল তালুকদার, কাউসার দেওয়ান, সাব্বির আহমেদ, মুন্নি রহমান, জিয়া উদ্দিন জয়, কবির আহমদ,মিসবাউর চৌধুরী, খন্দকার কামাল, আরিফ রহমান, মোস্তাক চৌধুরী, লুৎফুর রহমান, দিলোয়ার আনসার, তোফায়েল রেজা, মাসনুন প্রমূখ।
এছাড়া সভায় বিএডিসি নেতা আরিফ রহমানের সদ্য প্রয়াত পিতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয় ।
সভায় প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসসহ ডেমোক্র্যাটিক পার্টির স্টেট লেভেলের প্রার্থীদের পক্ষে মাঠ পর্যায়ে র্যালি, সমাবেশসহ স্যোশাল মিডিয়ায় প্রচার-প্রচারণা চালানোর জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।