ওসমানীনগরে মাদক ব্যবসায় নারীরা, বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ৪
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
সিলেটে ওসমানীনগর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ওসমানীনগর উপজেলা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কমলপুর গ্রামের মৃত মদ্দিস মিয়ার ছেলে শরিফুল আলম, একই থানার চন্ডিবাড়ী গ্রামের মৃত সোনা মিয়ার মেয়ে মোছা. আলিয়া খাতুন , মিরারচর গ্রামের হারিস মিয়ার স্ত্রী রোজিনা আক্তার ও ভৈরব গ্রামের মৃত কুদ্দুস মিয়ার স্ত্রী হালিমা।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান সোহেল সময় সংবাদকে জানান, সিলেটে মাদক ব্যবসায় নারীদের সম্পৃক্ততা বাড়ছে। ছদ্মবেশে বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন অনেকেই। বোরকা পরে ছদ্মবেশে মাদক আনা নেওয়ার কাজ করছেন দিনে দুপুরে। শনিবার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাহিদ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ওসমানীনগর উপজেলা থেকে ২৮১ বোতল ফেনসিডিলসহ তিন নারী ও এক যুবককে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওসমানী নগর থানায় হস্তান্তর করা হয়েছে।