সিলেটের অভাবনীয় সম্প্রীতি: আনোয়ারুজ্জামানকে হাতে ধরে মেয়রের চেয়ারে বসালেন আরিফ
প্রকাশিত হয়েছে : ৯:০১:৩১,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০২৩
সুরমা নিউজঃ
সম্প্রতির রাজনীতিতে সিলেট বরাবরই আলাদা। সেটা আজ আবারও প্রমাণ হলো নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব গ্রহণকালে। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরভবনে মেয়রের কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দেন। এবং নবাগত মেয়রকে হাতে ধরে চেয়ারে বসালেন বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি। এমন দৃশ্য দেখে আনন্দিত সিলেটের মানুষ। তারা বলছেন যুগ যুগ ধরে নেতাদের এই ভালোবাসা রাজনীতির বংশ পরিক্রমায় পাওয়া। এর আগেও প্রয়াত নেতা সাইফুর রহমান, আবুল মাল আবদুল মুহিত, কামরান এরা দেখিয়েছেন তারা কতটা আন্তরিক। সত্যিই সিলেট রাজনৈতিক সম্প্রতির উদাহরণ।
এসময় বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান এবং আধ্যাত্মিক এই নগরীর উন্নয়নে সবসময় তার সহয়োগীতার হাত প্রসারিত রাখার ঘোষণা দেন।
আনোয়ারুজ্জামান চৌধুরীও তাকে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে তার অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় ক্ষেত্রে পরামর্শ ও সহযোগীতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদায়ী ও নবনির্বাচিত মেয়রবৃন্দের স্ত্রী-সন্তানরাসহ সিলেট সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এরআগে দায়িত্ব গ্রহণের প্রাক্কালে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এসময় আনোয়ারুজ্জামান চৌধুরী গণমাধ্যমের সাথে আলাপকালে আবারও সিলেটবাসীর দোয়া ও ভালোবাসা চেয়েছেন।
তিনি সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার ভালোবাসায় আমি ধন্য। সিলেটবাসী আমাকে তাদের মেয়র হিসাবে নির্বাচিত করে নগরভবনে পাঠিয়েছেন। আজ আমি দায়িত্ব গ্রহণ করবো। মেয়র হিসাবে আমার যাত্রা শুরুর প্রাক্কালে আবারও সবার দোয়া ও ভালোবাসা চাই।