ফিলিস্তিন যুদ্ধ নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ১০:৫১ অপরাহ্ণ
ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আগামীকাল শুক্রবার এ বৈঠক ডাকা হয়েছে। সংস্থার বর্তমান সভাপতি দেশ ব্রাজিল এ বৈঠক ডেকেছে। খবর টাইমস অব ইসরায়েল।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা পরিষদের বৈঠকের কারণে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার এশিয়া সফর বিঘ্নিত হয়েছে। তিনি এশিয়া সফর বাদ দিয়ে নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন।
এর আগে ফিলিস্তিনের ইসরায়েলে হামলার পরের দিন রোববার জরুরি বৈঠক ডেকেছিল ব্রাজিল। ওই বৈঠকে ফিলিস্তিন পলিসিতে দ্বিধা বিভক্ত হয়ে পড়েন নিরাপত্তা পরিষদের সদস্যরা।
এরপর গত বুধবার দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা এ যুদ্ধে বেসামরিক লোক বিশেষ করে শিশুদের ব্যাপারে সুরক্ষার জন্য আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি বলেন, বিশ্বের কোথাও শিশুদের কখনই জিম্মি করা উচিত না।