জিপিএ-৫: ওসমানীনগরে শীর্ষে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়
প্রকাশিত হয়েছে : ৪:৪৭:২১,অপরাহ্ন ২৯ জুলাই ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে এসএসপি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পাওয়ার শীর্ষে রয়েছে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ পাওয়া দ্বিতীয় স্থানে রয়েছে মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের ১০জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মো. নূর মিয়া বালিকা বিদ্যালয়ের ৪ টি কেএ জনতা উচ্চ বিদ্যালয় ৪টি, বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ৩টি, সিকন্দরপুর আলহাজ্ব আবদুল হাফিজ উচ্চ বিদ্যালয় ২টি, জয়বুন নেছা বালিকা বিদ্যালয় ২টি, সাদিপুর উচ্চ বিদ্যালয় ১টি ও কুরুয়া বহুমূখি উচ্চ বিদ্যালয় ১টি করে জিপিএ-৫ পেয়েছে।
জানা যায়,এসএসসি পরীক্ষায় গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২২জন জিপিএ-৫সহ ২০৫জন কৃতকার্য হয়েছে। গড় পাশের হার প্রায় ৮৯ শতাংশ। এছাড়া বিদ্যালয়ের কারিগরি শাখার ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬টি জিপিএ-৫সহ ৪১জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১০টি জিপিএ-৫সহ ২২৯ জন কৃতকার্য হয়েছে। বিদ্যালয়ের গড় পাশের হার প্রায় ৮২ শতাংশ। এছাড়া নূর মিয়া বালিকা বিদ্যালয়ের ৮৪জন পরীক্ষার্থীর মধ্যে ৪টি জিপিএ-৫সহ ৬৭জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
এবছর ওসমানীনগরে বিদ্যালয় পর্যায়ে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২২৩৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৮২১ জন কৃতকার্য হয়েছে। বিদ্যালয় পর্যায়ে উপজেলার গড় পাশের হার প্রায় ৮১ শতাংশ। ভোকেশনাল ১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৩জন শিক্ষার্থী অংশ নিয়ে ৪১জন পাশ করেছে। ভোকেশনালে গড় পাশের হার প্রায় ৯৫ শতাংশ। দাখিল পরীক্ষায় ১১টি মাদরাসা থেকে ৬৭২জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৭ জন পাশ করেছে। দাখিল পরীক্ষার পাশের হার প্রায় ৫৬ শতাংশ।
একনজরে সকল প্রতিষ্ঠানের ফলাফল
এসএসসি পরীক্ষার ফলাফল-2023
এসএসসি (বিদ্যালয়) এসএসসি (ভোকেশনাল) দাখিল (মাদরাসা)
মোট পরীক্ষার্থী 2238 মোট পরীক্ষার্থী 43 মোট পরীক্ষার্থী 672
মোট কৃতকার্য্ 1821 মোট কৃতকার্য্ 41 মোট কৃতকার্য্ 377
মোট অকৃতকার্য্ 417 মোট অকৃতকার্য্ 2 মোট অকৃতকার্য্ 295
জিপিএ-৫ 57 জিপিএ-৫ 6 জিপিএ-৫ 00
পাশের হার 81.36 পাশের হার 95.35 পাশের হার 56.10
এসএসসি (বিদ্যালয়)
ক্র. বিদ্যালয়ের নাম পরীক্ষার্থী কৃতকার্য্ অকৃতকার্য্ জিপিএ-৫ পাশের হার
1 মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় 277 229 48 10 82.67148
2 গোয়ালাবাজার আদর্শ্ উচ্চ বিদ্যালয় 229 205 24 22 89.51965
3 মোঃ নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় 84 67 17 08 79.7619
4 খুজগীপুর মান উল্লাহ বহুমূখি উচ্চ বিদ্যালয় 85 58 27 0 68.23529
5 খাদিমপুর নছিব উল্লাহ বহুমূখি উচ্চ বিদ্যালয় 111 96 15 0 86.48649
6 সিকন্দরপুর আলহাজ্ব আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয় 88 69 19 02 78.40909
7 কেজিডিএস উচ্চ বিদ্যালয় 66 41 25 0 62.12121
8 শাহ সিদ্দিক (র.) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় 50 47 3 0 94
9 ইয়াহইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় 56 37 19 0 66.07143
10 সাদিপুর আদর্শ্ উচ্চ বিদ্যালয় 104 83 21 01 79.80769
11 শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয় 107 86 21 0 80.37383
12 রহমতপুর উচ্চ বিদ্যালয় 111 80 31 0 72.07207
13 ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয় 90 75 15 0 83.33333
14 বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজ 212 162 50 03 76.41509
15 রাগীব মজনু উচ্চ বিদ্যালয় 56 54 2 0 96.42857
16 সদরুন নেছা উচ্চ বিদ্যালয় 188 173 15 04 92.02128
17 কুরুয়া বহুমূখি উচ্চ বিদ্যালয় 54 51 3 01 94.44444
18 নবগ্রাম হাজী মো. ছাইম উচ্চ বিদ্যালয় 90 73 17 0 81.11111
19 জয়বুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় 29 29 0 02 100
20 কেএ জনতা উচ্চ বিদ্যালয় 51 43 8 0 84.31373
21 খন্দকার বাজার উচ্চ বিদ্যালয় 100 63 37 04 63
মোট 2238 1821 417 57 81.36729
এসএসসি (ভোকেশনাল)
ক্রমিক বিদ্যালয়ের নাম পরীক্ষার্থীর সংখ্যা পাশ ফেল জিপিএ-৫ পশের হার
1 গোয়ালাবাজার আদর্শ্ উচ্চ বিদ্যালয় 43 41 2 06 95.35
দাখিল (মাদরাসা)
ক্রমিক প্রতিষ্ঠানের নাম পরীক্ষার্থীর সংখ্যা মোট পাশ মোট ফেল জিপিএ-৫
পশের হার
1 হযরত শাহ্জালাল (র.) ফাযিল মাদরাসা 133 81 52 0 60.90226
2 মাদার বাজার এফইউ আলিম মাদরাসা 48 29 19 0 60.41667
3 শেখ ফাজিলাতুন্নেছা ফাযিল মাদরাসা 67 36 31 0 53.73134
4 কুরুয়া ইসালামিয়া আলিম মাদরাসা 37 12 25 0 32.43243
5 চকবাজার ইসলামিয়া দাখিল মাদরাসা 40 13 27 0 32.5
6 আহমদিয়া দাখিল মাদরাসা 65 39 26 0 60
7 থানাগাঁও মোহাম্মদিয়া ইসলামিয়া দা. মাদাসারা 67 44 23 0 65.67164
8 আলহাজ্ব মিনা বেগম দাখিল মাদরাসা 36 24 12 0 66.66667
9 চাতলপাড়া জামেয়া ইসলাময়িা মাদারাসা 67 47 20 0 70.14925
10 পাঁচপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা 60 34 26 0 56.66667
11 খাদিমপুর কাঠাল খাইড় হাফিজিয়া দা. মাদারাসা 52 18 34 0 34.61538
মোট 672 377 295 0 56.10119