মিশিগান মাতাতে আসছেন ফুয়াদ-মোজা, চলছে প্রস্তুতি
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৩, ১২:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্রঃ
যুক্তরাষ্ট্রের মিশিগানে আবারও পর্দা উঠছে বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল। ১৪তম এই মেলা আগামী ২২-২৩ জুলাই (শনি ও রবিবার) রাজ্যের ওয়ারেন সিটি স্কয়ার চত্ত্বরে
অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বামের আয়োজনে এবারের মেলায় দেশের জনপ্রিয় শিল্পীদের আগমন ঘটবে। মেলায় অসাধারণ কিছু থিমস থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
শনিবার (১৫ জুলাই) রাতে ওয়ারেন সিটির অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এমন আয়োজনের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাবেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুমন কবির।
বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যালকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে জানিয়ে আয়োজকরা জানান, ওয়ারেন সিটি স্কয়ারে ২২ জুলাই শনিবার বিকেল ৫টা থেকে রাত ১১টা ও ২৩ জুলাই রোববার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দুইদিনব্যাপী চলবে মেলার এ আয়োজন। দুইদিনব্যাপী ১৪তম এই মেলায় গায়ক ও সংগীতপরিচালক ফুয়াদ, তাশফি, পান্থকানাই, বাংলাদেশি-আমেরিকান গায়ক মুজা, বাউল কালা মিয়াসহ ১৪জন সঙ্গীত শিল্পী মঞ্চ মাতাতে আসছেন বলে জানা গেছে। এছাড়া মিশিগানের স্থানীয় কণ্ঠশিল্পীদের পাশাপাশি নাচ পরিবেশন করবে নৃত্য গ্রুপ। নতুন প্রজন্মের সামনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওপর প্রামাণ্য চিত্র তুলে ধরা হবে এই মেলায়।
মেলা উপলক্ষে সিটি চত্বর সাজানো হবে বর্ণাঢ্য সজ্জায়। মূল মঞ্চ ছাড়াও চত্বরজুড়ে থাকবে ২৫টিরও অধিক সুদৃশ্য স্টল। এসব স্টলে থাকবে দেশি-বিদেশী পোশাক, খেলনা সামগ্রী, বাঙালি পণ্য, জুয়েলারি, ফুডজোন। মেলা উপলক্ষে র্যাফেল ড্রতে আছে আকর্ষনীয় পুরস্কার।
প্রবাসী বাংলাদেশিদের এই উৎসবে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আয়োজকরা আরও জানান, সবার জন্য উন্মুক্ত এই মেলা মূলত আমাদের বাঙালির সম্পর্ককে অটুট রাখার এক মিলন মেলা। আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতির বিকাশের ধারাকে অব্যাহত রাখতেই বামের এই আয়োজন। এবারের মেলার ১০সহস্রাধিক প্রবাসী বাংলাদেশিদের পদচারণা থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সাবেক সভাপতি মতিন চৌধুরী, খাজা শাহাব আহমেদ, আহাদ আহমেদ, বামের ট্রেজারার জসিম চৌধুরী, ক্রীড়া সম্পাদক আজহার রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মেলায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন নিউজ, সুপ্রভাত মিশিগান, বাংলা সংবাদ, ইউএসবাংলা টিভি, আইটিভি ও শুভ প্রতিদিন