শুরুতেই ৪ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড
প্রকাশিত হয়েছে : ৪:০১:০৭,অপরাহ্ন ১২ মার্চ ২০২৩
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রোববার মিরপুরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করছে ইংলিশরা। তৃতীয় ওভারেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। বিদায় নিয়েছেন ইংলিশ ওপেনার ডেভিড মালান। এরপর ৫৭ রানের মধ্যে উইকেট পড়েছে আরও তিনটি। সব মিলিয়ে ইংলিশ শিবিরে বল হাতে বেশ ভালোমতো চেপে ধরেছে বাংলাদেশ।
তৃতীয় ওভারের দ্বিতীয় বলে তাসকিনের বলে হাসান মাহমুদের হাতে ক্যাচ দেন মালান। ৮ বলে তিনি করেন ৫ রান। বাউন্ডারি একটি। হুট করে ওপেন করতে এসে অভিজ্ঞতাটা ভালো হলো না মালানের।
বল হাতে দ্বিতীয় আঘাতটা হানেন সাকিব আল হাসান। ওপেনার ফিল সল্টকে ফেরান বাংলাদেশ অধিনায়ক। নিজের বলে সাকিব নিজেই লুফে নেন ক্যাচ। ১৯ বলে তিন চার ও এক ছক্কায় ২৫ রান করে ফেরেন সল্ট। ৭.১ ওভারে ইংল্যান্ডের রান ২ উইকেটে ৫২।
দলীয় ৫৫ রানের মাথায় জস বাটলারকে সাজঘরে ফেরত পাঠান বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ। ইয়র্কার লেন্থের বলে বোল্ড হয়ে যান ইংলিশ অধিনায়ক। ৬ বলে মাত্র ৪ রান করেন বাটলার।
দলীয় স্কোরে মাত্র ২ রান যোগ হতেই আবারো টাইগার শিবিরে উল্লাস। এবার বল হাতে চমক দেখান দলে ফেরা স্পিনার মেহেদী হাসান মিরাজ। তার বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে বদলি খেলোয়াড় শামীমের পাটোয়ারীর তালুবন্দী হন মঈন আলী। ১৭ বলে সমান এক চার ও ছক্কায় ১৫ রান করেন তিনি।
এ ম্যাচে উইনিং কম্বিনেশন ভেঙেছে বাংলাদেশ। শামীম পাটোয়ারীর পরিবর্তে একাদশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। ইংলিশ দলেও এসেছে একটি পরিবর্তন। মার্ক উডের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন রেহান আহমেদ।
চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজকের ম্যাচে জিততে পারলে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতবে স্বাগতিকরা।