মিশিগানে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পর্দা উঠছে আজ: খেলবেন ভিনদেশের খেলোয়াড়েরা
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৪, ১২:৫০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মিশিগান টাইগারস ইয়ুথ স্পোর্টস ক্লাবের ইউএস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ (রবিবার)। একদিনের জমকালো এই আসরে অংশ নিচ্ছেন শতাধিক শাটলার।
গত শুক্রবার সন্ধ্যায় ওয়ারেন সিটির আড্ডা রেস্টুরেন্টে টুর্নামেন্টের জার্সি উদ্বোধন ও প্রত্যেক ডিভিশনের গ্রুপ নির্ধারনী ড্রয়ের অনুষ্ঠানে বিস্তারিত জানান আয়োজকরা।
এ সময় একদিনব্যাপী এই আসরের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন আনসার, ম্যানেজিং কমিটির সদস্য রিয়াদুল রায়হান, রসি মির, সামা ইসলাম, ছিদ্দিকুর রহমান, তানভির হোসেন, মুয়াজ রহমানসহ প্রমুখ। এছাড়া প্রত্যেক ডিভিশনের খেলোয়াড় ও কমিউনিটি নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জার্সি উন্মোচন ও ড্রয়ের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উওর দেন দেলোয়ার আনসার ও আয়োজক কমিটির সদস্যবৃন্দ।
দেলোয়ার আনসার টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সকল স্পনসরদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। মিশিগানের একটি সর্ববৃহৎ টুর্নামেন্ট’র আয়োজন জানিয়ে তিনি আরও বলেন, এটি সফলভাবে সম্পন্ন করতে কমিউনিটির সকলের প্রতি সহযোগিতা ও উপস্থিতি কামনা করছি।
উল্লেখ্য এই টুর্নামেন্টে জাতীয় ও আন্তর্জাতিক মানের ভিনদেশী ও বাংলাদেশি ১৩৬ জন খেলোয়াড় বিভিন্ন স্টেইট থেকে এসে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।