সিলেট মোবাইল পাঠাগার ৮১৩তম সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৭:২৭:১৮,অপরাহ্ন ০৫ মার্চ ২০২৩
সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮১৩ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর গত ৪ মার্চ শনিবার সন্ধ্যা ৭ টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রাবন্ধিক শামসীর হারুনুর রশীদের সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক, ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মোবাইল পাঠাগারের সচিব, ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুল ও কবি এডভোকেট আব্দুল মতিন।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ ও বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক, বৃক্ষপ্রেমিক আব্দুল গফফার, ছড়াকার আতাউর রহমান বঙ্গী, ছড়াকার কবির আশরাফ, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, গীতিকার বাহা উদ্দিন বাহার, কবি মকসুদ আহমদ লাল, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, গীতিকার সাজিদুর রহমান, কবি কামাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন ছড়াকার ফতহুল করিম।
অনুষ্ঠান শেষে কবি আব্দুল মতিনের দুটিগ্রন্থ ‘স্বপ্ন মুকুর’ ও ‘রুপ মনোহর’র মোড়ক উন্মোচন করেন সাহিত্য আসরের নেতৃবৃন্দ।