মাধবপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৮:৩৮:১৭,অপরাহ্ন ০২ মার্চ ২০২৩
মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে জসিম উদ্দিন নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয়বিক্রয়ের সময় জসিম উদ্দিন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার দখলে থাকা ১৩০টি ইয়াবা জব্দ করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের এসআই রিয়াজ উদ্দিন বুধবার (০১ মার্চ) ভোররাতে রিয়াজনগর গ্রামের গিয়াস উদ্দিনের বাড়ির ছাদে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিনকে আটক করে। জসিম উদ্দিন একই গ্রামের (রিয়াজনগর) মস্তু মিয়ার পুত্র।
এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় এসআই রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
জসিম উদ্দিনের বিরুদ্ধে মাধবপুর থানায় পৃথক দুটি মাদক মামলার তথ্য ডিসিএমএস পর্যালোচনায় পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক সততা নিশ্চিত করেন।
এবিষয়ে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোঃ শফিকুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামী কে আজ (২ মার্চ) মাধবপুর থানা হতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।