মাধবপুর ফারিয়া শাখার বনভোজন ও মিলনমেলা
প্রকাশিত হয়েছে : ৭:১০:০৫,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২৩
মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) উপজেলার সুরমা ১০ নাম্বার চা বাগানে মাধবপুর ফারিয়া শাখার বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ ঘটিকায় মাধবপুর উপজেলা সদর থেকে সুরমা চা বাগানে বাস যোগে পরিবার বর্গ সহ গন্তব্য স্থানে পৌঁছে দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল খেলাধুলা, প্রীতিভোজ, আলোচনা সভা, লাকি কূপন ড্র, চা নাস্তা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
এসময় উপস্থিত ছিলেন, মাধবপুর ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর সভাপতি শামসুল আলম পিন্টু পাঠান, সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাহিনসহ অনেকেই।