এবার বিশ্বনাথের মেয়র পদে লড়বেন মুহিবুর রহমান
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২২, ১১:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের বিশ্বনাথ পৌর নির্বাচনে স্বতন্ত্রভাবে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ ঘরানার রাজনীতিবিদ মুহিবুর রহমান।
আজ বুধবার ( ৫ অক্টোবর) সন্ধ্যায় পৌরশহরের নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
মতবিনিময়কালে তিনি বলেন, পৌর মেয়রের পরিসর ছোট, চেয়ারও ছোট, ক্ষমতাও কম। তবে, ইচ্ছা, সাহস আর জনগনের সমর্থন থাকলে ছোট পর্যায় থেকেও বড়বড় কাজ করা সম্ভব।
তিনি বলেন, বিশ্বনাথ একটি অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এলাকায় পরিণত হয়েছে। আমি ক্রীড়াঙ্গণে কাজ করে বুঝতে পেরেছি সঠিক নেতৃত্বের অভাবে পৌরসভায় উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে না। কিছু উন্নয়ন হলেও সঠিক ও দীর্ঘস্থায়ী পরিকল্পনার অভাবে তা থেকে জনগণ কাঙ্খিত সুফল পাচ্ছে না। এক শ্রেণীর লোক বসে আছে উন্নয়নের নামে তারা লুটেপুটে খায়।
মুহিবুর রহমান বলেন, বিশ্বনাথকে এবার ঢেলে সাজাতে হবে, যা পৌর মেয়রের চেয়ার থেকেই সম্ভব। এজন্য বিশ্বনাথের সচেতনমহল ও পৌরবাসীর সর্মথনে মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছি।
তিনি বলেন, নির্বাচিত হলে পৌরসভায় শিক্ষা, রাস্তাঘাটের উন্নয়ন, বাসিয়া নদীকে নদী রুপে ফিরিয়ে আনা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ সমস্যা সমাধানে তিনি কাজ করবেন।
বিশেষ করে প্রশাসনকে দালালমুক্ত করে গরীব-অসহায়দের অধিকার নিশ্চিত করা ও শোষনের কবল থেকে মুক্ত করবেন।
তিনি বলেন, সবাইকে নিয়ে প্রতিটি জটিল সমস্যা সমাধানে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে তার প্রথম কাজ, যা সম্মিলিত প্রয়াসেই সম্ভব।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এ চেয়ারম্যান বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তবে, দলের টিকেট দৌড়ের খেলায় আমি নাই। এই চিরাচরিত রাজনীতি করি না। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী।
তিনি আসন্ন পৌর নির্বাচন ইভিএমের মাধ্যমে সুন্দর সুষ্টু ও উৎসবমুখর একটি নির্বাচন উপহার দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এসময় তিনি পৌরবাসীর দোয়া, ভালবাসা ও ভোট ভিক্ষা চান।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ওয়ারিছ খান, আওয়ামী লীগ নেতা মতছির আলী, জাপা নেতা আব্দুস শহিদ, ব্যবসায়ী আনোয়ার হোসেন, মো. আব্দুল বশর টুনু মিয়া, মছন মিয়া, আব্দুল লতিফ, সংগঠক আলকাছ আলী প্রমুখ।
এর আগে তিনি দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।প্রার্থী হয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনেও। পৌর নির্বাচনে প্রার্থী হওয়ায় এখন তাকে নিয়ে জোর আলোচনা চলছে।
উল্লেখ, বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, যাচাই বাছাই ১০ অক্টোবর, প্রত্যাহার ১৭ অক্টোবর, ভোটগ্রহন ২ নভেম্বর। বিশ্বনাথ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০। পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯, নারী ভোটার ১৭ হাজার ১৯১।