বালাগঞ্জ এলজিইডি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের টেন্ডার বয়কট ও মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২২, ৯:২০ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেট জেলার ন্যায় বালাগঞ্জ উপজেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ টেন্ডার বয়কট করার আহবান জানিয়েছেন। বাজার দরের সাথে সামঞ্জস্য না রেখে নতুন রেট সিডিউল- ২০২২ প্রণয়ন এবং বর্তমান নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে রবিবার (০৪-ঠা সেপ্টেম্বর) সকাল এ আহবান জানান তারা। সেই সাথে বালাগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তরের সামনে নেতৃবৃন্দ মানববন্ধন করেন।
জেলা এলজিইডি কন্ট্রাকটর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এম.এ মতিন বলেছেন, বর্তমানে নির্মাণ সামগ্রীর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু ঠিকাদারী কাজের সামগ্রীর দাম সরকারিভাবে নির্ধারণ করে দেয়া হয়। তার চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। একাজে অর্থ বরাদ্দ কমে ঠিকাদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দাম বৃদ্ধি পাওয়ায় পূর্বের কাজ তুলা যাচ্ছে না।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. জুনেদ মিয়া সহ সকল নেতৃবৃন্দ অ্যাসোসিয়েশনের সভাপতির সাথে একমত পোষণ করেন।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফারুক আহমদ, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রেজোয়ান, সাংগঠনিক আখতারুজ্জামান রাসেল, কন্ট্রাকটর নয়ন তালুকদার, শাহজাহান, বদরুল ইসলাম প্রমুখ।