বালাগঞ্জে সর্বদলীয় ধর্মীয় নেতাদের কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২২, ১:৪৬ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি-যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে যোগাযোগ (উদ্বুদ্বকরণ) জোরদার করন প্রকল্প আওতায় “সর্বদলীয় ধর্মীয় নেতাদের কর্মশালা” অনুষ্ঠিত।
রবিবার (২৪ জুলাই) বালাগঞ্জ নিরাপদ হল রুমে ইউনিসেফ এর সহযোগীতা ও এডাব, হাঙ্গার প্রজেক্ট এর উদ্যোগে এবং নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থার বাস্তবায়নে সংস্থার সভাপতি শাহাব উদ্দিন শাহিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেপি দাশ। আরো বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নোমান আহমদ কাওছার, উপজেলা মসজিদের ইমাম ও খতিব হা. মাও. কামরুল ইসলাম, সনাতন ধর্মীয় নেতা নীলমণি বিশ্বাস, ইস্কন প্রতিনিধি শিবুল পাল।
কর্মশালায় উপস্থিত ছিলেন, মো. মুহিবুল আলম, মাও. জমির হোসেন, হাফিজ ফখরুল ইসলাম, মাও. হোসাইন আহমদ, মাও. সাআদ উদ্দিন, সাংবাদিক জাগির হোসেন, মাও. আব্দুল কাদির, মাও. আলী আছকর, সংস্থার সদস্য ফাতেমা ইসলাম সুমী, সুলতানা বেগম, লিমা বেগম, কলি বেগম প্রমুখ।