বহু বিতর্কের অবসান ঘটিয়ে বালাগঞ্জ বিএনপির নতুন কমিটি : সভাপতি রাব্বানী, সম্পাদক মুজিব
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২২, ১১:৫৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
বালাগঞ্জ উপজেলা বিএনপি কমিটি নিয়ে আলোচনার তুঙ্গে ছিলেন কামরুল হুদা জায়গীরদার। অবশেষে অবসান ঘটলো বিতর্কের। কাউন্সিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বালাগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের বাড়িতে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটির সভাপতি হিসেবে গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক হিসেবে এম. মুজিবুর রহমান দলের তৃণমূল কর্মীদের ভোটে নির্বাচিত হয়েছেন তাঁরা। এছাড়াও ভোটের মাধ্যমে সিনিয়র সহ সভাপতি পদে লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক পদে তোফায়েল আহমদ সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল আহমদ সেফুল বিজয়ী হয়েছেন। নব-নির্বাচিত কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেছে সিলেট জেলা বিএনপি। কাউন্সিল অধিবেশনের আগে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। সিলেট জেলা বিএনপি নেতা আব্দুল কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন। কাউন্সিল অধিবেশনের সর্বশেষ প্রান্তে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও উপস্থিত হন।