কুলাউড়া পৌরসভায় “বিশুদ্ধ পানি সরবরাহ ও এনভায়রমেন্টাল স্যানিটেশন প্রকল্প পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ৮:৩৩ অপরাহ্ণ
কুলাউড়া পৌরসভায় “বিশুদ্ধ পানি সরবরাহ ও এনভায়রমেন্টাল স্যানিটেশন ব্যবস্থার উন্নতিকরণ প্রকল্পে’র জন্য বরাদ্দ ভুমিসহ অন্যান্য কাজ পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রনালয়ের উপসচিব আইএমইডির পরিচালক সালেহীন তানভীর গাজী।
শুক্রবার ৪ ফেব্রæয়ারী এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, প্রকল্প পরিচালক (পিডি) শেখ সাদী রহমত উল্লাহ, ডিপিএইচই’র নির্বাহী প্রকৌশলী (মৌলভীবাজার) মোঃ খালেদুজ্জামান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাইয়ুম চৌধুরী, সহকারী প্রকৌশলী মোঃ কামরুল হাসান,উপসহকারী প্রকৌশলী অজয় কিশোর দাস, ডিপিএইচই উপজেলা প্রকৌশলী (কুলাউড়া) মোঃ মহসিন, প্রাক্কলনিক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।