বালাগঞ্জ থানায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার
প্রকাশিত হয়েছে : ১১:১৮:১১,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০২১
বালাগঞ্জ প্রতিনিধি:
বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সিলেটের বালাগঞ্জ থানায় মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক কাঠের তৈরী কেদারা রাখা হয়েছে। ‘বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার’ চেয়ারটিতে লিখে রাখা হয়েছে। এমন উদ্যোগ গ্রহণ করায় প্রশংসায় পঞ্চমুখ বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান। তিনি বলেন, যাঁদের কারণে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক গর্ব করে বলতে পারি তাদের যথার্থ সম্মান করা আমাদের কর্তব্য। দিন দিন আমরা বীর সন্তানদের হারাচ্ছি, নতুন প্রজন্ম এক সময় বই পড়ে ইতিহাস জানবে মুক্তিযোদ্ধের, মুক্তিযোদ্ধাদের পাবে না তখন তাই তাদের সম্মানার্থে বালাগঞ্জ থানা পুলিশ এই চেয়ারটি সংরক্ষিত করেছে।
প্রসঙ্গত, বিজয়ের মাসে সম্প্রতি আলোচনায় তুপে সিলেটের একটি অনুষ্টানে বীর মুক্তিযোদ্ধাদের প্লাস্টিকের কিছু চেয়ারে আসিন করলেও বেশ সাজালো গোছালো চেয়ার গুলো সংরক্ষিত ছিলো রাজনীতিবিদ ও অন্যান্য অতিথিবৃন্দ। এদিকে বালাগঞ্জ থানা ব্যতিক্রম একটি সম্মান দেয়ায় প্রশংসনীয়।