বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পাচ্ছে সিলেটের ইউসুফ
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২:৪৪ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে বর্তমানে তিনজন প্রবাসী ফুটবলার রয়েছেন, যারা বাংলাদেশি বংশোদ্ভূত। এই সংখ্যা সামনে আরও বাড়ছে। মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপের আগামী আসরের জন্য জাতীয় ফুটবল টিমের প্রাথমিক দলে আরেক প্রবাসী ফুটবলারকে ডাকতে যাচ্ছেন বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে। ওই ফুটবলার হলেন ইউসুফ জুলকারনাইন হক; যিনি যুক্তরাজ্য প্রবাসী এবং সিলেটি বংশোদ্ভূত।
ইউসুফ জুলকারনাইন সিলেটের গোলাপবাগের ছেলে। ১৮ বছর বয়সী এই ফুটবলার ইংল্যান্ডের ইপ্সউইচ টাউন এফসির অনূর্ধ্ব-১৮ ও ২৩ দলের খেলোয়াড়।
জানা গেছে, ইউসুফদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। তবে সিলেট শহরের গোলাপবাগে বাসা রয়েছে তাদের। পরিবারের সাথে যুক্তরাজ্যেই বসবাস করে ইউসুফ। সেখানে ছোটবেলা থেকেই ফুটবলের সাথে জড়িয়ে আছে সে।
এদিকে, সিলেট ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ফুটবল কোচ ইউসুফের দুর্সম্পকীয় চাচা খালেদ আহমদ জানান, বর্তমানে পাসপোর্ট করানো নিয়ে ব্যস্ত ইউসুফ। পাসপোর্ট হাতে পেলে দেশে আসতে পারে সে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইউসুফ জুলকারনাইনকে খেলার অনুমতি দিতে আবেদন করেছে। আগামী সাফ চ্যাম্পিয়নশিপের আসরে তাকে মালদ্বীপে পাঠানোর সরকারি অনুমতি (জিও) পাওয়ার চেষ্টা করছে বাফুফে।