‘ইউএনও ভূমি অধিগ্রহণের টাকা দেনও না, টাকা নেনও না’
প্রকাশিত হয়েছে : ১২:৪৯:২১,অপরাহ্ন ৩০ মে ২০২১
স্যোশ্যাল ডেস্ক:
সিলেটের ওসমানীনগর উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে একটি ‘প্রভাবশালী সিন্ডিকেট’ ১০ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সাংসদ মোকাব্বির খান।
শনিবার সিলেট নগরীর নবাবরোড এলাকায় সাংসদ তাঁর বাসায় সংবাদ সম্মেলন করে লিখিত বক্তৃতায় এই অভিযোগ করেন। এ সময় বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবদাল মিয়াসহ ওসমানীনগর উপজেলার সাবেক ও বর্তমান কয়েকজন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ওসমানীনগর উপজেলার সাবেক ইউএনও মনিরুজ্জামান খোকন প্রথম আলো’র প্রকাশিত ‘এত প্রভাবশালী সিন্ডিকেট, নাম নিতেও ভয় পাচ্ছি’ শিরোনামে একটি সংবাদ শেয়ার করে তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
সুরমা নিউজ পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলোঃ-
ওসমানীনগর উপজেলায় আমিও একসময় ইউএনও হিসেবে কাজ করেছি। এই সংবাদ সন্মেলনটি ওসমানীনগরে না হয়ে সিলেট শহরের একটি বাসায় হয়েছে, কেন হলো এটি সম্মানিত সিনিয়রগণ জানেন, দেখবেন। আশা করি এটি ওসমানীনগর উপজেলাবাসীও জানেন। নীতিমালার লঙ্ঘন করে ইউএনও ভূমি অধিগ্রহণ করছেন? ইউএনও ভূমি অধিগ্রহণের কোনো টাকা পয়সার সাথে সংশ্লিষ্ট কি-না এটি না জেনেই ঢালাও অভিযোগ আমাদের সমাজে চলে আসে। ইউএনও ভূমি অধিগ্রহণের টাকা দেনও না টাকা নেনও না। এখানে সিন্ডিকেট কারা বা কেউ বিষয়টি প্রভাবিত করতে এসে হতাশ ও সংক্ষুব্ধ কি-না এটিও দেখতে হবে।
সংবাদ সন্মেলন করা ব্যক্তিরা অধিগ্রহণকারী কর্তৃপক্ষের (জেলা প্রশাসনের) কোনো উল্লেখ না করে ইউএনও’র কথা সরাসরি কেন বলছেন তা সেখানে ইউএনও হিসেবে কাজ করে আসা আমার চেয়ে আর ভাল কে জানে! ছবির তিনজনের ভদ্রলোক দুইজনকেই ভালো করে চিনি, সরাসরি পরিচয় ও কাজ করার অভিজ্ঞতাও আছে! তাদের পরিচয় ও স্বার্থ কি এটিও এলাকাবাসী বিচার করবেন। এই নিউজে যা এসেছে তা একজন ব্যক্তির মন্তব্য, এ বিষয়ে আমার বক্তব্য নেই। কিন্তু প্রতিবেদক জেলা প্রশাসনের কোনো মন্তব্য নিলেন না যারা মূলত ভূমি অধিগ্রহন করে থাকে! ইউএনও তাহমিনাকে আমি চিনি এবং তার বিষয়ে লাগলে আরও অনুসন্ধানী খোঁজ খবর নিতে পারেন। তাহলে নিশ্চিত হবেন।
(আইনের আলোকে কথা বলুনঃ বাজারমূল্যের তিনগুন ক্ষতিপূরন আইনে আছে। তা সেটি ভূমির মালিককে দিলে যদি দূর্নীতি হয় তাহলে সারা দেশে দূর্নীতি হচ্ছে। আইন বদলে ফেলতে হবে!)
(লেখকের ফেসবুক ওয়াল থেকে সংগৃহিত)