আওয়ামী লীগ সভাপতির বাড়িতে ৩০ ককটেল বিস্ফোরণ
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৩, ৬:১৭ অপরাহ্ণ
সুরমা ডেস্ক::
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তার বাড়ির গেটে ত্রিশটির অধিক ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দায়ের করেননি তিনি।
আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, দল থেকে নমিনেশন না পাওয়ায় আমার সাথে দেখা করতে ও সান্ত্বনা দিতে দলের তৃণমূল পর্যায়ের বেশ কিছু নেতাকর্মী আমার বাসভবনে আসে। হঠাৎ রাত সাড়ে নয়টার দিকে ত্রিশ হতে চল্লিশ জন যুবক আমার বাড়ির সামনে জড়ো হয়ে অসংখ্য ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় আমার বাড়িতে উপস্থিত নেতাকর্মীরা ভয় পেয়ে যায় এবং এলাকাবাসীর মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি আমি সাথে সাথে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করি। তিনি তৎক্ষণাৎ পুলিশ পাঠালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। জরুরি কাজে আমি আজ (মঙ্গলবার) সকালে রাজধানীতে চলে আসায় এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করতে পারিনি।
সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, প্রাথমিকভাবে ২০ হতে ৩০ টি ককটেল বিস্ফোরণের মতো বিকট আওয়াজের সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় আমরা তদন্ত অব্যাহত রেখেছি। ঘটনার কিছু ক্লু আমাদের হাতে আছে। লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে পূর্ণাঙ্গ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।