বঙ্গবীর ওসমানীর প্রয়াণবার্ষিকী উপলক্ষে তাঁর পৈত্রিক বাসভবনে দোয়া মাহফিল অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১২:০১:৩৬,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০২১
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরের দয়ামীরস্থ বঙ্গবীর এমএজি ওসমানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পৈত্রিক বাসভবনে দোয়া মাহফিল ও শিরনি বিতরণের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বঙ্গবীর এমএজি ওসমানী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এম এ জি ওসমানী ও তাঁর পরিবারের মরহুম ও মরহুমাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া সঞ্চালনা করেন সিলেটের দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা হুজাইফা চৌধুরী।
দোয়ায় ও ভোজনে উপস্থিত ছিলেন, সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালিক, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবদাল মিয়া, সহ-সভাপতি গোলাম কিবরিয়া চেয়ারম্যান, সহ-সভাপতি আলাউর রহমান আলা, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, কোষাধ্যক্ষ শাহ নুরুর রহমান শানুর, রোটারী ডিস্ট্রিক্ট (৩২৮২), বাংলাদেশ-এর গভর্নর ড. বেলাল উদ্দিন আহমদ, পাস্ট ডিস্ট্রিক্ট গর্ভনর ড. শহীদ আহমদ চৌধুরী, পাস্ট ডিস্ট্রিক্ট গর্ভনর বিন নাসিম মহসিন, বঙ্গবীর এমএজি ওসমানী মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি টিটু ওসমানী, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখর উদ্দিন, সাবেক চেয়ারম্যান নুরউদ্দিন আহমদ নুনু, সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, প্রকৌশলী নজরুল হাকিম, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, তাজপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি জুবায়ের আহমদ শাহিন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, অর্থ-সম্পাদক এস এম হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক দিলদার আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।