সিলেটে ‘মাগনা’ তেল নিতে ছুটে এলেন বালতি নিয়ে, ফিরলেন খালি হাতে
প্রকাশিত হয়েছে : ১১:১২:০৮,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০২১
সুরমা নিউজ:
তেলবাহী ট্রেন লাইনচ্যুত হলেই স্থানীয়দের মাঝে দেখা দেয় এক ধরনের আনন্দ। মাগনা তেল নিতে অনেকেই হাড়ি-পাতিল, বালতি ও ড্রাম নিয়ে ছুটে আসেন। তবে শনিবার মৌলভীবাজারের কুলাউড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হলেও পড়েনি তেল। এতে খালি হাতে ফিরতে হয়েছে তেল সংগ্রহকারীদের।
এদিন দুপুরে উপজেলার ভাটেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলস্টেশনের মাস্টার মুহিব উদ্দিন আহমদ।
তিনি বলেন, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি তেলবাহী ট্রেন ভাটেরা সিগন্যাল এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের ১২টি ট্যাংকারের মধ্যে একটি রেললাইনের পাশে কাত হয়ে পড়ে যায়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে তেল পড়েনি।
তিনি আরো বলেন, লাইনচ্যুত ট্রেন উদ্ধারের জন্য কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন পাঠানো হয়েছে। সন্ধ্যা ৬টার আগেই উদ্ধারের কাজ শেষ হবে।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, তেলবাহী ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে হুমড়ি খেয়ে পড়ে স্থানীয়রা। অনেকে হাড়ি-পাতিল, বালতি ও ড্রাম নিয়ে ঘটনাস্থলের দিকে ছোটেন। কিন্তু প্রতিবারের মতো এবার ট্যাংকার থেকে তেল পড়েনি।
বালতি নিয়ে তেল সংগ্রহ করতে আসেন রোজিনা আক্তার। তিনি বলেন, প্রতিবারের মতো এবারো মাগনা তেল নিতে এসেছি। তবে ট্যাংকার থেকে তেল না পড়ায় খালি হাতে ফিরতে হবে।