বড়লেখায় ৪০ দিন নামাজ পড়লেই পাচ্ছেন সাইকেল
প্রকাশিত হয়েছে : ২:৪২:৩৪,অপরাহ্ন ০৫ ফেব্রুয়ারি ২০২১
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামায়াতে নামাজ আদায়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়। নামাজ কায়েমের উদ্দেশে পাঁচ বছর থেকে পনেরো বছর বয়স পর্যন্ত ছেলেদের মসজিদে এসে একটানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায়কারীকে বাইসাইকেলসহ নানা আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
সামাজিক ছাত্র সংগঠন বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক জাফর আহমদ হিসাম এই ঘোষণা দেন। শুক্রবার (৫জানুয়ারি) জুমআর নামাজের পর থেকে এ প্রতিযোগিতার শুরু হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
বর্তমানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন চলছে। মূলত গ্রামের ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নিয়েছে বোয়ালী ইসলামী ছাত্র পরিষদ। আর এতে আর্থিক সহযোগিতা করছেন গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসীরা।
এ ব্যাপারে বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জাফর আহমদ হিসাম বলেন, গ্রামের ছোট ছোট বাচ্চাদের নামাজের প্রতি উৎসাহ প্রদান করতে আমরা এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছি। আসলে পুরস্কার মুখ্য বিষয় নয়। পুরস্কারের মাধ্যমে বাচ্চাদের যদি নামাজি করে তুলতে পারি তবেই আমাদের উদ্দেশ্য সফল হবে।
উল্লেখ্য বোয়ালী ইসলামী ছাত্র পরিষদ বিভিন্ন সময় গ্রামের অসহায় গরীব শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিম্নবিত্ত মানুষকে সহযোগিতা করে থাকে।