২০ বছর আগের প্রেমের গল্পে ‘লতা অডিও’
প্রকাশিত হয়েছে : ৪:৪৫:২১,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০২১
বিনোদন ডেস্ক:
ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি নির্মিত হলো একক নাটক ‘লতা অডিও’। কাজল আরেফিন অমির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন। আজ থেকে বিশ বছর আগে ছিল অডিও সিডির স্বর্ণযুগ। সেই সময়কার অডিও সিডির দোকানদারের প্রেমের গল্প উঠে আসবে ‘লতা অডিও’ নাটকে। পরিচালক বলেন, তখন প্রেমের ধরনটা খুবই অন্যরকম ছিল। নাটকের গল্পটা ২০০০ সালের। অডিও দোকানে গান রেকর্ড বা ক্যাসেট কিনতে যাওয়া মেয়েটার সঙ্গে দোকানদারের প্রেমটা উঠে আসবে লতা অডিও-তে। মোশন রকের ব্যানারে নির্মিত ‘লতা অডিও’র নির্বাহী প্রযোজক মাসুদুল হাসান।
ভালোবাসা দিবসে নাটকটি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে। আফরান নিশো-মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন মীরাক্কেলের পাভেল, লামিয়া লাম প্রমুখ।