অন্যায়ের বিরুদ্বে প্রতিবাদী সুর
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ণ
এইচ এম সালেহ আহমদ:
নারী জাতি নিরাপদ নয়
ঘরে কিংবা বাহির,
মানুষ রূপী দানব করে
নিজ পরিচয় জাহির।
তাই-তো সদা ধর্ষণ হয় যে
মা বোন কত শত নারী,
ভিতর থেকে বাহির এলে
বিপদ ভীষণ ভারী।
ঘুরতে এসে ধর্ষণ হলো
বিবাহিত এক নারী,
লজ্জায় ডাকা সবার মুখ’যে
দেশ ও বিদেশ বাড়ি।
এমসি কলেজ শিক্ষা কেন্দ্রে
শিক্ষার্থীরা মিলে
স্বামী আটকে রেখে স্ত্রীকে
ওরা যৌবন বিলে।
ধিক্কার জানাই ধর্ষকদেরকে
ফাঁসির রায়’যে চাই,
শিক্ষা কেন্দ্র পবিত্র করতে
আইনের বিকল্প নাই।