বিয়ানীবাজারে করোনায় বৃদ্ধার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২০, ৭:৩৮ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজারে করোনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।
মৃত আনোয়ারা খাতুন (৮০) উপজেলার মুড়িয়া ইউনিয়নের বাগন গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতেই তার দাফন সম্পন্ন হয়।
উপজেলা হেলথ কমপ্লেক্স সূত্র জানায়, আনোয়ারা খাতুন সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় মারা যান। স্বাস্থ্যবিধি মেনে রাত ১১টায় তাকে দাফন করা হয়। উপজেলা হেলথ কমপ্লেক্সের ৮ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল দাফন কাজ সম্পন্ন করে।
এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় ১৫ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৮৭জন এবং সুস্থ হয়েছেন ১৯৬জন।