সিলেটে একদিনে রেকর্ড ৩১৬ জন করোনামুক্ত
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২০, ৭:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে রেকর্ড সংখ্যক ৩১৬ জন সুস্থ হয়েছেন। একই সময়ে কেউ মারা যাননি। নতুন সুস্থদের মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ২৭০ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে নয়জন এবং মৌলভীবাজারের ১০ জন রয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ হাজার ১৫৬ জন। এর মধ্যে সিলেটের দুই হাজার জন, সুনামগঞ্জের এক হাজার ৪২৫ জন, হবিগঞ্জের ৯২৯ জন এবং মৌলভীবাজারের ৮০২ জন। একই সময়ে সিলেট বিভাগে কেউ করোনায় মারা যাননি। তবে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭১ জন। এর মধ্যে সিলেটে ১২২ জন, সুনামগঞ্জে ১৯ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ১৯ জন।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৭১২ জন। এর মধ্যে সিলেটে পাঁচ হাজার ১৬১ জন, সুনামগঞ্জে এক হাজার ৮৪৬, হবিগঞ্জে এক হাজার ৪১৬ এবং মৌলভীবাজারে এক হাজার ২৮৯ জন।