জাতীয় শোকদিবসে বার্সেলোনায় কাতালোনিয়া আ‘লীগের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ণ
কবির আল মাহমুদ, স্পেন:
নেতাকর্মীদের সুসংগঠিত করে নতুন কমিটি গঠন প্রসঙ্গ নিয়ে বার্সেলোনায় কাতালোনিয়া আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় কাতালোনিয়া আওয়ামী লীগ এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাতালোনিয়া আওয়ামী লীগ নেতা শিমুল চৌধুরীর সভাপতিত্বে ও কাতালোনিয়া যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমুর পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন কাতালোনিয়া আওয়ামী লীগের কমিটি না থাকায় নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। নতুন কমিটি গঠন হলে নেতৃত্বের বিকাশ ও সকলের মধ্যে ঐক্য সৃষ্টি হবে। তাই সবাইকে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ কাতালোনিয়া আওয়ামী লীগ এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাতালোনিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি মোনায়েম চৌধুরী বাবলা, সান্তা কলোমা আওয়ামী লীগের সভাপতি নাজমুল আলম শফিক, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান নাছিম, আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন, মুহিবুল হাসান কয়েছ, খালেদুর রহমান, সান্তা কলোমা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান সুমন, কামাল বেপারী, নীরু, হাজী এখলাস মিয়া, কাতালোনিয়া যুবলীগের সহ সভাপতি নুরু ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. ছালাহ উদ্দিন, সহ সভাপতি মহি উদ্দিন কিশোর, রাসেল আহমদ, এনাম উদ্দিন, মোস্তফা, সামসুর রহমান, সিদ্দিকুর রহমান, সামসুর রহমান, মোফাজ্জল আহমদ মাসুদ, তানভীর রহমান শাহীন, কামরান প্রমূখ।
মতবিনিময় সভায় কাতালোনীয়া আওয়ামী লীগের উদ্যোগে আগামী ২৩ আগস্ট জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় উক্ত শোক দিবসের অনুষ্ঠানে কাতালোনীয়ায় আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন কমিটি গঠন করার ঘোষণা দেন নেতৃবৃন্দগন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শের সকল নেতাকর্মীদের আওয়ামীলীগের একটি ব্যানারে এসে কাজ করার জন্য আহবান জানান।
সভায় বক্তারা দাবী করেন, দীর্ঘদিন কাতালোনীয়ায় আওয়ামীলীগের কোন একক কমিটি না থাকায়, আওয়ামী লীগ খন্ড খন্ড কমিটিতে বিভক্ত হয়ে আছে। এজন্য অনেক নেতাকর্মীর মধ্যে জন্ম নিচ্ছে হতাশা ও ক্ষোভ।
শোকের মাসে সবাই রাগ, ক্ষোভ ও অভিমান ভুলে দলের ঐক্যের লক্ষে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য তারা কাজ করতে চান। তাই নেতৃবৃন্দ আগামী ২৩ আগস্টের শোক দিবসের অনুষ্ঠানে কাতালোনিয়া আ’লীগের নতুন কমিটি গঠনের মাধ্যমে দলনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।