সিলেটে তিন মাস বন্ধ থাকার পর খুলল হোটেল-রেস্টুরেন্ট
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২০, ৩:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে টানা তিন মাস বন্ধ থাকার পর খুলেছে সিলেটের হোটেল-রেস্টুরেন্ট।
মঙ্গলবার থেকে স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে জেলা প্রশাসন থেকে।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির সঙ্গে আলাপের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এ সম্মতি দেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধিসংক্রান্ত কিছু নির্দেশনা দেয়া হয়েছে।
এর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, খাবার সংগ্রহে নিরাপদ দূরত্ব বজায় রাখা, খাবার টেবিলের আড্ডা পরিহারসহ সংশ্লিষ্ট সব স্বাস্থ্যবিধি। খাবার তৈরি থেকে পরিবেশ পর্যন্ত এসব বিধি মেনে চলতে হবে।
এর আগে গত ১১ এপ্রিল করোনা পরিস্থিতি মোকাবেলায় সিলেট জেলাকে লকডাউন ঘোষণার পর সিলেটের হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা হয়।