প্রকৃতি কন্যা জাফলং
প্রকাশিত হয়েছে : ৬:২৭:৩৭,অপরাহ্ন ০২ জুন ২০২০
আফজাল সুয়েব
রূপে অপরূপ তুমি কেড়েছ শত ভ্রমন পিপাসুর মন,
সাদা পাথরের সাথে মিঠা জলের কি অদ্ভুত মিলন।
জলকেলি সারাদিন কতোজন আসে কতোজন যায়,
মধুর আলিঙ্গনে কেমন মিশে সব জলস্রোত ধারায়।
উঁচুনিচু সীমানার পাহাড় যেনো ঢাকা সবুজের বুকে,
পাহাড়ের ঝর্ণাধারা যেনো সুর তুলে নিরালায় সুখে।
স্বচ্ছ জলের সাথে মিলেমিশে জলকেলি করি খেলা,
মিষ্টি হাসি দুষ্টু খেলায় কেমন দ্রুত চলে যায় বেলা।
পাহাড়ের ফ্রেমে ছবি তুমি বিধাতার নিজহাতে আঁকা
মনকাড়া রূপ যেনো তোমার সবুজের রঙ মাখা।
ঝর্ণার জলে গা ভিজিয়ে দেখি এক সুন্দরি রমণী,
তোমার রূপে হারাতে চাইছে যেনো চঞ্চলা হরিণী।
অনেকে দেখি নৌকায় চড়ে ঘুরে তোমার স্নিগ্ধ জলে
এমন প্রেমের বাধনে জড়ালে তোমার আচল তলে।
রূপসী কন্যা গো তুমি ধারণ করেছ বহুরূপের খনি,
মনোহারিণী তুমি বঙ্গ ললনা পিরিতের বংশীধ্বনি।