ইতালিতে অর্থকষ্টে কর্মহীন বাংলাদেশিরা
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২০, ১২:১৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
করোনাভাইরাসে ইতালিতে একদিনে ৪৩৭ জন মারা গেছেন। রেকর্ড প্রায় তিন হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে, লকডাউন কিছুটা শিথিল করা হলেও ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত সামাজিক দূরত্ব নিশ্চিত এবং মাস্ক ব্যবহার করতে হবে ইতালীয়দের।
করোনার আঘাতে বিপর্যস্ত ইতালির নাগরিকদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সম্ভাবনা নেই শিগগিরই। দেশটির বিশেষজ্ঞরা বলছেন, এখন লকডাউন তুলে নিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। দেশবাসীকে আরো ধৈর্যের পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
লকডাউনের কারণে ইতালিতে কর্মহীন হয়ে পড়া প্রবাসী বাংলাদেশিদের অনেকেই পড়েছেন অর্থ সংকটে।
এক বাংলাদেশি প্রবাসী বলেন, যেভাবে লকডাউন বাড়ছে তাতে আমরা যারা ব্যবসা করি তারা অর্থনৈতিক সংকটে পড়েছি।
এদিকে, অবৈধ অভিবাসীদের বৈধতা নিয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিভিন্ন খাতে যাদেরকে প্রয়োজন তারাই বৈধতা পেতে পারেন।
তিনি বলেন, সবাই বৈধতা পাবে না। শুধু এই মুহূর্তে যাদেরকে আমাদের প্রয়োজন তাদেরকে বৈধতা দেয়া হবে।
করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। ভাইরাসটি মোকাবিলায় দেশটিতে আগামী ৪ মে থেকে দ্বিতীয় ধাপে শুরু হতে পারে লকডাউন।