করোনায় ছোট ভাইয়ের ১২ দিন পর বড় ভাইয়ের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২০, ৮:৪৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকার একটি হাসপাতালে ছোট ভাইয়ের মৃত্যুর ১২ দিন পর গতকাল রোববার মারা গেছেন সহদর বড় ভাই হযরত আলী (৬৭)। উল্লাপাড়ার পৌর শহরের শ্রীকোলা মহল্লার মৃত সেকেন্দার আলীর ছেলে তারা।
রোববার সন্ধ্যায় বড় ভাইয়ের মৃত্যুর খবর বাংলাদেশে তার পরিবারের নিকট আসে।
পৌর কাউন্সিলর আব্দুল আলিম মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তারা পরিবারসহ দীর্ঘদিন যাবত আমেরিকার নিউইয়ার্ক শহরে বসবাস করতেন। সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হলে দুই ভাই নিউইয়ার্কে একটি হাসপাতালে ভর্তি হন।
গত ১ এপ্রিল ছোট ভাই আবু জাফর মারা যান এবং ছোট ভাইয়ের মৃত্যুর মাত্র ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান বড় ভাই হযরত আলী।