সিঙ্গাপুরে করোনা আক্রান্ত আরো এক বাংলাদেশি সুস্থ
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২০, ৮:৩২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরো এক বাংলাদেশি সুস্থ হয়েছেন। তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
ছাড়পত্র পাওয়া ওই বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে দেশটিতে করোনা আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। তার কর্মস্থল ছিল সেলেটার অ্যারোস্পেস হাইটসে। আক্রান্তের তালিকায় তার ক্রমিক নম্বর ৪৭ দেখানো হয়েছিল। এ নিয়ে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত চার বাংলাদেশি সুস্থ হলেন।
৯ ফেব্রুয়ারি প্রথম এক বাংলাদেশির করোনাভাইরাসে আক্রান্তের খবর জানায় সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর পরে আরো চার বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়। এরা সবাই শ্রমিক এবং তাদের কর্মস্থল সেলেটার অ্যারোস্পেস হাইটসে।