সিসি ক্যামেরার আওতায় আসবে আখালিয়া এলাকা: মেয়র
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ব্যবসায়ীদের স্বার্থে মানবিক দিক বিবেচনা করে কাজ করতে হবে। ব্যবসায়ীরাও মানুষের কল্যাণে সেবার উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করতে হবে। মনে রাখতে হবে, সৎ ব্যবসা কল্যাণ বয়ে আনে। আখালিয়া এলাকায় ব্যবসায়ীদের কল্যাণে সিসিক কর্তৃপক্ষ কাজ করে যাবে। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে ও জলাশয় বন্ধ করতে ড্রেন নির্মাণ করা হবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নগরীর আখালিয়া নবাবী মসজিদ সংলগ্ন কুনু মিয়া সুপার মার্কেটে মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রাহমান কামরানের সভাপতিত্বে এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সোয়েব খান ও মোহাম্মদ শাকিল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট জজকোর্টের পিপি মোহাম্মদ নিজাম উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের (সংরক্ষিত) নারী কাউন্সিলর রেবেকা বেগম রেনু, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ মখন মিয়া, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জগদিশ চন্দ্র দাস, এলাকার মুরব্বি ও উপদেষ্টা মোহাম্মদ শওকত আলী, আখালিয়া নবাবী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল আহমদ, সিলেট জজকোর্টের সাবেক পিপি আকতার বকস জাহাঙ্গীর, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও বড়বাড়ী জামে মসজিদের মোতাওয়াল্লী মোহাম্মদ সুলতান মিয়া (বাদশা), সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক, মাউন্ড এডোরা হাসপাতালের এমডি ডা. আক্তারুজ্জামান, এলাকার মুরব্বি মোহাম্মদ মকবুল হোসেন, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন (আমির), আখালিয়া নতুন বাজার মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি দিলোয়ার হোসেন জয়।
এ সময় নব-নির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির সভাপতি তৈমুর রাজা, সহ-সভাপতি মোহাম্মদ উস্তার মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ হেলাল আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামিম হোসেন, সহ-সাংগঠনিক মোহাম্মদ বশির মিয়া, প্রচার সম্পাদক সুমন আহমদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ শইকত, সদস্য মোহাম্মদ আব্দুল আলিম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জাকারিয়া আহমদ।