বার্সেলোনায় ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ৪:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
স্পেনের শহর বার্সেলোনায় বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এর প্রতিষ্ঠাতা সিলেটের সুপরিচিত আলেম তরীকতে মুর্শিদ মরহুম মাওলানা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ১২ তম বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে বাদ আছর বার্সেলোনা লতিফিয়া ফুলতলী জামে মসজিদে ও উক্ত মসজিদ কমিটির আয়োজনে ফুলতলী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে ও ছদরুল ইসলামের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন লন্ডন বায়তুল আমান জামে মসজিদের খতিব হযরত আল্লামা আব্দুল মালেক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনা লতিফিয়া ফুলতলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো.আবুল হাসান।
আলোচনা শেষে আখেরি মুনাজাতের মাধ্যমে ইসালে সাওয়াব মাহফিল সম্পন্ন হয়।
মাহফিলে বার্সেলোনায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের কমিউনিটি ব্যক্তিত্ব, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীক নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।