শেখ গোলাম আসগর স্মরণে সৌদিআরবে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৭:৩৭:৫০,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২০
বালাগঞ্জ প্রতিনিধি:
খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি আলহাজ্ব শেখ গোলাম আসগর ( রহঃ) স্মরণে- ১৫ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৯-টায় হাইয়ার রাবোয়াস্হ হাফিজ বদরুল ইসলাম সাহেবের হলরুমে জেদ্দা মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে -শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নগর সভাপতি মাওলানা আবদুল মুকিত রুপাপুরী ও সহ-সেক্রেটারী ডাঃ মুহীউদ্দিন তাপাদারের পরিচালনায় মাহফিলে পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন জেদ্দা মহানগর খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক হাফিজ সামছুজ্জামান বিন গণী।
শেখ গোলাম আসগর স্মরণে- জেদ্দা মহানগর খেলাফত মজলিসের উপদেষ্টা বিশিষ্ট কবি ও কলামিস্ট মুফাস্সিরে কুরআন হযরত মাওলানা কামাল উদ্দিন বি-বাড়ীয়া কর্তৃক রচিত কবিতা পাঠ করেন নগর সেক্রেটারী মাওলানা উবায়দুর।
দোয়া পরিচালনা করেন সিলেট মহানগরীর উপদেষ্টা মাওলানা হাফিজ আলাউদ্দীন।
আলোচনায় অংশগ্রহণ করেন, জেদ্দা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা শাহিদুর রহমান, সিলেট মহানগর উপদেষ্টা হাফেজ মাওলানা আলাউদ্দীন, সহ-সভাপতি হাফিজ বদরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি এনামুল হক এনাম, সহ-সভাপতি বিএম দেলোয়ার হোসাইন, মাওলানা মাহমুদুল হক জকিগন্জী, সেক্রেটারী মাওলানা উবায়দুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ সামছুজ্জামান বিন গণী, বায়তুলমাল সম্পাদক মাওলানা জামাল আহমদ, নির্বাহী সদস্য ও আল-খুমরা গেরেনিয়া সভাপতি শেখ আলী হোসাইন প্রমূখ।