রাজনগরে প্রয়াত সাংবাদিক ফয়ছল আজাদ স্মরণে শোক সভা ও দোয়া
প্রকাশিত হয়েছে : ১০:০০:১৬,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০২০
রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় রাজনগর প্রেসক্লাবের আয়োজনে প্রয়াত সাংবাদিক রাজনগর প্রেসক্লাবের সহ – সাধারণ সম্পাদক আহমদ ফয়ছল আজাদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। রাজনগর প্রেসক্লাবে শুক্রবার ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সম্পাদক আব্দুর রহমান সোহেলের পরিচালনায় ও সভাপতি আউয়াল কালাম বেগের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুক বখত্, সহ-সভাপতি আব্দুল আজিজ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য, এটিএন বাংলা ইউকে প্রতিনিধি ও বাংলার কাগজ বার্মিংহাম ব্যুরো প্রধান জয়নাল ইসলাম, প্রয়াত সাংবাদিক আহমদ ফয়ছল আজাদের ছোট ভাই হুমায়ূন আহমেদ, সিনিয়র সদস্য আজিজুর রহমান, সিনিয়র সদস্য শংকর দুলাল দেব, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, সদস্য সৈয়দ ফুয়াদ হোসেন, সদস্য আহমদুর রহমান ইমরান, মামুন বখত্, সহযোগী সদস্য শাইদুল ইসলাম প্রমুখ।
উক্ত সভা ও দোয়া মাহফিলে বক্তারা তার মাগফেরাত কামনা করেন। শোক সভা ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন সিনিয়র সদস্য আজিজুর রহমান।